'নির্বাচন আসতে আসতে মমতা জয় শ্রীরাম বলবেন।' আজ, বৃহস্পতিবার কোচবিহারের সভায় এই ভাষাতেই মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,'বাংলায় জয় শ্রীরাম বললে মমতা দি অপমানিত বোধ করেন।
বাংলায় জয় শ্রীরাম বলা হবে না তো কি পাকিস্তানের জয় শ্রীরাম বলা হবে?দেশে কোটি কোটি মানুষ জয় শ্রী রাম কে স্মরণ করে গর্ববোধ করে।আপনি তুষ্টিকরণ করে এক শ্রেণীর ভোট চান বলে এই শ্লোগানে অপমানিত বোধ করেন।'
একটি মন্তব্য পোস্ট করুন